মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রাম মহানগরীতে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে গণধর্ষণের অভিযোগে আজ মঙ্গলবার দুইজনকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। এ সময় ওই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, মো. মিরন প্রকাশ মিরু (৩৬) ও মো. জমির (৩২)। এরা দুইজনই হালিশহর থানা এলাকার বাসিন্দা হয়।
পুলিশ জানায়, গত ১৭ মার্চ মো. জামাল হোসনে (৫০) এর ১৫ বছর বয়সী মেয়েকে আসামীরা হালিশহর থানাধীন ছোটপুল পুরাতন রোডস্থ পাঁচতলা বিল্ডিং এর পূর্বপাশে র্স্মাট ম্যান সেলুনের সামনে পাকা রাস্তায় সাদা রংয়ের প্রাইভটে কারে তুলে গাড়ির ভিতর দলবদ্ধ ধর্ষণ করে। পরে ওই মেয়ের পিতা হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা(নং-২০) দায়ের করেন। মামলা দায়েরের পর সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার নাহিদ আদনান তাইয়ান এর সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব মো: আশরাফুল করিম ও ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার মুকুর চাকমা এর তত্ত্বাবধানে হলিশহর থানার অফিসার ইনর্চাজ মো.কায়সার হামিদের নেতৃত্বে হালিশহর থানাধীন ছোটপুল এলাকা হতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়।