চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে চবি লিডারশীপ টিমের সভা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিডারশীপ টিমের সাথে চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এক যৌথ সভা আজ সোমবার দুপুরে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লিডারশীপ টিমের সদস্যদের মধ্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান ও যুগ্ম-সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, চবি জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন, চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, ওয়াইএমইউ প্রতিনিধি দলের সফর সংক্রান্ত প্রোগ্রামের ফোকাল পার্সন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন।

- Advertisement -

উপাচার্য তাঁর বক্তব্যে চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রতিনিধি দলসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি আগত অতিথিদের চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত জানান। উপাচার্য অতিথিদের চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ডকুমেন্টারী প্রদর্শনের মাধ্যমে এ বিশ^বিদ্যালয়ের সার্বিক পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, “চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী একটি প্রতিবেশী রাষ্ট্র। ইতোমধ্যে চীনের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চুক্তির আওতায় যৌথ একাডেমিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, “ইউনান মিনজু ইউনিভার্সিটির সাথে ইতোমধ্যে স্বাক্ষরিত চুক্তির আলোকে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নীজ টিচিং সেন্টার স্থাপনের কাজ খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে।” এ ইনস্টিটিউট পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা হলে উভয় দেশের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের যৌথ কার্যক্রমে গতিশীলতা আসার পাশাপাশি শিক্ষার্থীরা উদ্ভাবনী মেধার বিকাশ ঘটিয়ে কাঙ্খিত সাফল্য অর্জনে সক্ষম হবেন মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশ, একাডেমিক কর্মকাণ্ড, শিক্ষা ও গবেষণার বিরাজমান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে খুবই মুগ্ধ হন এবং সন্তোষ প্রকাশ করেন। অতিথিবৃন্দ ইউনান মিনজু ইউনিভার্সিটির একাডেমিক শিক্ষা কার্যক্রম সম্পর্কে মাননীয় উপাচার্যকে অবহিত করেন। প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ শিক্ষা সহায়ক কার্যক্রমে তাঁদের আন্তরিক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

সর্বশেষ