তৌহিদুর রহমান : চট্টগ্রামে ইয়াবা টেবলেট ব্যবসায় জড়িয়ে পড়ছে কিশোররা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে কোতোয়ালী জেল রোড থেকে ৯৩০ পিস ইয়াবাসহ মো. সৈয়দ নুর (১৪) এক কিশোরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ইয়াবা উদ্ধারের ঘটনায় মো. সৈয়দ নুরকে আসামি করে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বলেন, মো. সৈয়দ নুর কক্সবাজার জেলার টেকনাফ হ্নীলা এলাকার মো. তৈয়বের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে জেল রোডের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ৯৩০ পিস ইয়াবাসহ মো. সৈয়দ নুরকে গ্রেফতার করা হয়েছে।মো. সৈয়দ নুর পেশাদার ইয়াবা ব্যবসায়ী বলে জানান তিনি।