spot_imgspot_img
spot_imgspot_img

সিন্ডিকেটের ৪০তম অধিবেশনে অনুমোদন হল ৪১ কোটি টাকার বাজেট

spot_img

আফসানা মিমি : চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য ৪১ কোটি ৩ লাখ টাকার বাজেট অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় উপাচার্য অফিসে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪০তম অধিবেশনে এ অনুমোদন দেয়া হয়। এ সময় ২০১৭-২০১৮ অর্থ বছরের ৩৮ কোটি ৬৭ লাখ টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেয়া হয়। সিন্ডিকেট অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম ব্দ্ধু দাশ। ২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের ৪৬ কোটি ৯২ লাখ টাকার চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক ৩৮ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের অর্থ প্রাপ্তির উৎসের মধ্যে প্রায় ৯৪ শতাংশ আসবে সরকারি অনুদানের মাধ্যমে এবং ৬ শতাংশ পাওয়া যাবে অভ্যন্তরীণ উৎস থেকে।
উপাচার্য অফিসে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৪০তম অধিবেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. এম. শাহ্্ নওয়াজ আলি, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. নুরল আনোয়ার, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আ: হালিম, ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. মো. মাসুদুজ্জামান, ভেটেরিনারি ক্লিনিকস এর পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব মীর্জা ফারুক ইমাম। সিন্ডিকেট অধিবেশনে ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) এবং অর্থ কমিটির সদস্য সচিব মো. আবুল কালাম।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ