‘সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সরকারের কাছে দাবি জানিয়েছে যে, ১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রকাশ করতে হবে। ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে এই দাবি উত্থাপন করা হয়।

- Advertisement -

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, “জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা না করলে ছাত্রজনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।”

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমাদের আর কোনো শত্রু নাই, একমাত্র শত্রু আওয়ামী লীগ।” তিনি সরকারের প্রতি আহ্বান জানান, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে।

সংশ্লিষ্ট সকল পক্ষের অংশগ্রহণের মাধ্যমে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ