spot_img

নগরীর কোতোয়ালীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বলে জানা গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার ৭টার দিকে নগরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমরান আলী মাসুদ ও মনসুর আলী। এদের মধ্যে ইমরান আলী মাসুদ নগর ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কর্মাস কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে মনসুর আলী নগর ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের দুজনকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করতে পেরেছি। এর মধ্যে একটিতে পাঁচ রাউন্ড, অন্যটি চার রাউন্ড গুলি লোড করা ছিল। তারা দুজনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা।‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’— বলেন পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ