spot_imgspot_img
spot_imgspot_img

কক্সবাজারে তল্লাশি চৌকিতে গুলি, নিহত ২

spot_img

 

- Advertisement -

কক্সবাজারের হিমছড়িতে র‌্যাব ও বিজিবির যৌথ তল্লাশি চৌকিতে গুলির ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মেরিন ড্রাইভের হিমছড়ি চৌকিতে এ ঘটনা ঘটে। সূত্র মতে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে গুলি করার পর পাল্টা গুলিতে এ দুই জন নিহত হয়। কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আফরাজুল হক টুটুল জানান, ভোরে র‌্যাব ও বিজিবি হিমছড়িতে যৌথ তল্লাশি চৌকি বসায়। সেসময় টেকনাফ থেকে মেরিন ড্রাইভ দিয়ে একটি সাদা কার আসছিলো। তল্লাশি চৌকি থেকে সিগন্যাল দেয়া হলেও কারটি দ্রুতগতিতে সামনে চলে যায়।
এরপর র‌্যাব-বিজিবিকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। তিনি বলেন, তখন পাল্টা গুলি ছোড়া হলে তাতে দুই জন আহত হয়। এদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি, ১২ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড গুলির খোসা এবং তাদের ব্যবহৃত এক্স-করোলা মডেলের গাড়িটি এবং গাড়ির পেছনের বক্সে থাকা একটি ব্যাগে প্রায় ৬০ হাজার ইয়াবা পাওয়া গেছে।
এছাড়া নিহতদের কাছ থেকে উদ্ধারকৃত জাতীয় পরিচয়পত্র থেকে একজনের পরিচয় জানা গেছে। তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বুধুরা গ্রামের প্রধানিয়া বাড়ির ফজলু মিয়ার ছেলে এনামুল হক। তবে অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ