spot_imgspot_img
spot_imgspot_img

ভুয়া ভুয়া স্লোগান, বিএনপি নেতা বললেন ‘আমি কি এত পঁচে গেছি’

নিজস্ব প্রতিবেদক
spot_img

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার নাম উঠলেই ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় সমাবেশস্থল। ক্ষুব্ধ ওই নেতা মাইক হাতে নিয়ে বললেন, ‘আমার নাম বললেই ভুয়া ভুয়া বলা হচ্ছে। আমি কি এতই পঁচে গেছি? আমি দলের সঙ্গে আছি, দলের সঙ্গে থাকবো।

- Advertisement -

সোমবার দুপুরে ৩১ দফা দাবি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত সমাবেশে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় বারবার অনুরোধ করেও বিরূপ মন্তব্য থেকে কাউকে দূরে রাখা যায়নি। বেলা সোয়া দুইটার দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশ শুরু হয়। তবে বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।

নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা বিএনপি মূলত দুই ভাগে বিভক্ত। একদিকে কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, অন্যদিকে জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া। সোমবার সমাবেশ শুরুর আগে দুই নেতার পক্ষে স্লোগান দিয়ে মিছিল সমাবেশস্থলে প্রবেশ করতে থাকে। বেলা সোয়া দুইটায় সমাবেশ শুরু হলে কেউ কেউ খালেদ হোসেন আবার কেউ কেউ কবীর আহমেদের নামে স্লোগান দিতে থাকেন। এ নিয়ে হট্টগোল দেখা দেয়। এ সময় কোনো নেতার পক্ষে স্লোগান না দেওয়ার জন্য মাইকে ঘোষণা দেওয়া হয়। তবে এসব বলেও কোনো লাভ হচ্ছিল না। কবীর আহমেদের নাম বলার সাথে সাথে ভুয়া ভুয়া স্লোগান শুরু হয়।

বিব্রত হয়ে বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কারো নামে স্লোগানের দরকার নাই। আমি ও কবীরের মধ্যে কোনো বিভেদ নাই। কারো বিরুদ্ধে স্লোগান দেওয়াও ঠিক না। যারা এখানে এসেছেন সবাই মেহমান। তাদের সম্মান দেওয়া আমার দায়িত্ব।

কবীর আহমেদ বলেন, আমার নাম নিলেই ভুয়া ভুয়া বলা হচ্ছে। অথচ শ্যামল ভাই বক্তব্য দিলে এমন করা হচ্ছে না। আমি আমার নেতাকর্মীদেরকে এমন শিক্ষা দেইনি। কারো নাম নিলে বিরূপ মন্তব্য করাটা হীনমন্যতার পরিচয় দেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার রুমিন ফারহানা,সহ কেন্দ্রীয় বিএনপি, জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ