spot_imgspot_img
spot_imgspot_img

সুদানে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৪৬

নিজস্ব প্রতিবেদক
spot_img

সুদানের সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে ৪৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে সামরিক কর্মী ছাড়াও বেসামরিক নাগরিক রয়েছেন।

- Advertisement -

রাজধানী খার্তুমের উপকণ্ঠে উত্তর ওমদুরমানের ওয়াদি সেইদনা সামরিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়।

বুধবার আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে। সামরিক সূত্র জানিয়েছে, বিমান দুর্ঘটনাটি সম্ভবত কারিগরি কারণে ঘটেছে।

নিহতদের মধ্যে মেজর জেনারেল বাহর আহমেদও রয়েছেন, যিনি খার্তুমের একজন সিনিয়র কমান্ডার ছিলেন এবং পূর্বে পুরো রাজধানীজুড়ে সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন সামরিককর্মী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লেনটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার বেশ কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

উত্তর ওমদুরমানের বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার পর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সূত্র: রয়টার্স, এএফপি

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ