spot_imgspot_img
spot_imgspot_img

পাকিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
spot_img

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এতে এখন পর্যন্ত পাঁচ জন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সেখানের পুলিশ কর্মকর্তা (ডিপিও) আব্দুল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসের আগে শেষ শুক্রবার হওয়া মসজিদে প্রচুর মানুষ জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। তাই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে স্থানীয় হাসপতালে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

জেলা পুলিশ কর্মকর্তা আবদুল রশিদ বলেন, জুমার নামাজের পরপরই দারুল উলুম হাক্কানিয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে রওনা দেয় পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ভেতর থেকে ১১২০ জন মুসল্লিকে নিরাপদে বাইরে আনা হয়েছে।

বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন জমিয়ত উলেমা-ই-ইসলামের নেতা মাওলানা হামিদ উল হক, ও মাদ্রাসার উপাধ্যক্ষ। তার ছেলে সানি হাক্কানির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ