বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, জামায়াতের সঙ্গে বিএনপির জোট আছে, যা অতীতে ছিল এবং আগামীতেও থাকবে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সরকার জামায়াত-বিএনপি সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। আগামীতে সব দল মিলে সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টি করা হবে উল্লেখ করে মওদুদ বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে নানা ধরনের সরকার কৌশল করছে, ষড়যন্ত্র করছে। যাতে করে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। সিলেটের একটা স্থানীয় নির্বাচন।
এটা এমন কোনো নির্বাচন না। তারা তাদের দলীয় একজন প্রার্থী দিয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে সমঝোতায় আসতে। কিন্তু আমাদের যে জোট সেই ছিল, সেই জোট আছে এবং সেই জোট থাকবে। বাংলাদেশ ব্যাংকের অনিয়ম-দুর্নীতির ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার না করায় ব্যারিস্টার মওদুদ বলেন, এসবের সঙ্গে সরকারের মদদপুষ্ট ব্যক্তিরা জড়িত রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, আইনি লড়াইয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।