বঙ্গোপসাগরে ১৯ জেলেসহ এফবি অর্ক নামের আরেকটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। লঘু চাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে গেলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে চালনা এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (২১ জুলাই) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিখোঁজ ১৯ জেলের বাড়ি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
ডুবে যাওয়া ট্রলারের মালিক আশুতোষ সরকার জানান, গত বুধবার (১৮ জুলাই) তার ট্রলারটি সকালে বরগুনা লঞ্চঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশে ছেড়ে যায়। শনিবার সকালে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। সমুদ্র উত্তাল থাকায় ঘটনাস্থলের কাছাকাছি থাকা জেলেরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের উদ্ধার করতে পারেনি।
এর আগে সকালে বঙ্গোপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় এফবি তরিকুল-১ নামের অপর একটি ট্রলার ১৭ জেলেসহ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ ঘটনায় জেলেরা ১৬ জেলেকে উদ্ধার করলেও ওই ট্রলারের বাবুর্চি আমিরুল এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সকল জেলেকে উদ্ধারে বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।