spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে ইয়াবা কিনতে গিয়ে পুলিশের ফাঁদে আটক ৩ ক্রেতা

spot_img

তৌহিদুর রহমান : ভাসমান ইয়াবা বিক্রেতাকে গ্রেফতারের পর তার মোবাইল ফোনে ইয়াবার অর্ডার দিয়ে পুলিশের ফাঁদে ধরা পড়েছেন আরও তিন ক্রেতা। গত শনিবার রাতে নগরের কোতোয়ালী থানা পুলিশ অভিনব এ ফাঁদ পাতে। এ ঘটনায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৯৫) করা হয়েছে ।

- Advertisement -

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, আসকার দীঘির উত্তর পশ্চিম পাড় এলাকার এসএস খালেদ সড়কে তিন-চারজন ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মো. আবদুর রহিমকে (৪০) ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এরপর তার মোবাইল ফোনে ইয়াবাসেবীরা একের পর এক ফোন করতে থাকেন। কারও চাহিদা দুইটা, কারও পাঁচটা। এভাবে একে একে তিনজনকে আটক করা হয়। তারা হলেন মো. সাজ্জাদ হোসেন (২৮), সামু হোসেন (৪০), মো. আরিফ প্রকাশ মজিদ (৪৭)।
ওসি মহসীন জানান, সাতকানিয়ার কাঞ্চনা একরাম আলী চৌধুরী বাড়ির আবুল হাশেমের ছেলে রহিম ইয়াবা সংগ্রহ ও বিক্রির গুরুত্বপূর্ণ তথ্য পুলিশকে দিয়েছেন। তার মোবাইলে ৪০ জন ইয়াবাসেবী যোগাযোগ করেছেন। তাদের শনাক্ত করে আটকের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ