এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে অসুবিধা না হয়, সেজন্য আগামীকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার সময় নেতাকর্মীদের সড়কে না নামতে নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৫ মে) বিকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেন মহাসচিব।
আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
চেয়ারপারসনকে সংবর্ধনা দিতে ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা যাতে সড়কে না নামেন এবং সড়কের এক পাশে ফুটপাতে অবস্থান করেন, কোন সংগঠনের নেতাকর্মীরার কোনে কোনে এলাকায় অবস্থান নেবেন সে ব্যাপারেও ইতিমধ্যে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তারপরও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে আগামীকালের এসএসসি পরীক্ষার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
পোস্টে মির্জা ফখরুল বলেন, ‘কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। তিনি সোমবার লন্ডন থেকে রওনা হবেন, মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।’
মির্জা ফখরুল বলেন, ‘মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার জন্য আমি অনুরোধ করছি।’
একই সঙ্গে আইনঙ্খলা বাহিনীকেও এ ব্যাপারে ব্যবস্থা নিতে অনুরোধ করেন মির্জা ফখরুল। পোস্টে লেখেন, ‘পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আমি অনুরোধ করছি।’
কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সোমবার স্থানীয় সময় বিকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।
তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি মাঝে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ১ ঘণ্টার জন্য বিরতি থাকবে। এ সময় সেখানে এয়ার অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় জ্বালানি নেওয়া হবে। এরপর সেখান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছাবে।