সাইফুল ইসলাম : আইজিপি ডাঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) চট্টগ্রাম সফরে আসছে। আজ সোমবার চট্টগ্রাম সফরে শুরুতে তিনি বান্দরবানে পৌঁছে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজার জেলা পুলিশের অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। আইজিপি বান্দরবান জেলার সদর থানা, লামা থানা, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকালে ৩ পার্বত্য জেলা ও কক্সবাজার জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। কাল মঙ্গসকাল ৯ টায় আইজিপি চট্টগ্রামে সিএমপি, চট্টগ্রাম রেঞ্জ, পিবিআই, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন ও চট্টগ্রাম জেলা পুলিশের সাথে বিশেষ কল্যাণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন। সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর ত্যাগ করবেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।