চট্টগ্রামের কর্ণফুলীতে সাম্পান মাঝি নিখোঁজ

সিরাজুল আলম টিপু : চট্টগ্রামের লুসাই কন্যা কর্ণফুলী নদীতে পড়ে গিয়ে এক সাম্পান মাঝি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই সাম্পান মাঝি হলেন, মোহাম্মদ আলী (৩৯)। গতকাল রোববার দুপুরের দিকে নদীর হাজী দৌলত আইস ফ্যাক্টরির জেটিতে শাহ বদর-১ জাহাজের গ্যাসের সিলিন্ডার নামানোর সময় নিচে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ মোহাম্মদ আলী চরপাথরঘাট এলাকার জরিপ আলীর ছেলে উল্লেখ করে
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মো. হোসাইন বলেন, নদীতে পড়ে এক সাম্পান মাঝি নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা উদ্ধারে কাজ করছি। জানতে চাইলে কর্ণফুলী ব্রীজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ জানান, ওই জাহাজ থেকে গ্যাসের সিলিন্ডার নামানোর সময় নিচে পড়ে মোহাম্মদ আলী নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে কর্ণফুলী থানায় একটি ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ