spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি পেলেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
spot_img

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ডি-লিট (Doctor of Literature) ডিগ্রি অর্জন করেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

- Advertisement -

বুধবার চবির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনি সমাবর্তন বক্তা হিসেবেও বক্তব্য প্রদান করেন।

চবির এই সমাবর্তনে অংশ নেন ২২ হাজার ৫৬০ জন গ্র্যাজুয়েট। অনুষ্ঠানে ২২ জন গবেষককে পিএইচডি এবং ১৭ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

এছাড়া স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীরা চবি উপাচার্যের স্বাক্ষরিত সনদ গ্রহণ করেন।

সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ আরও কয়েকজন উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। দীর্ঘ সাত বছর পর আয়োজিত এই সমাবর্তন ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ