spot_imgspot_img
spot_imgspot_img

এপিলিড ডিভিশন রায় বাস্তবায়নের জন্য রেল প্রশাসনের প্রতি জোর দাবি

spot_img

জাহাঙ্গীর আলম সেজান : বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দিদার হোসেন বলেন, সর্বোচ্চ আদালতে এপিলিড ডিভিশন কর্তৃক গংকে অবিলম্বে রায় বাস্তবায়ন করে স্টেশন মাস্টার কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের জন্য সরকারের প্রতি জোর দাবি জনান। পাশাপাশি স্টেশন মাস্টার কর্মচারী ইউনিয়ন কোন রাজনীতির ফ্ল্যাটর্ফম নয় এটা রেলওয়ে অঙ্গনের ৯টি রেজিস্ট্রেশন সংগঠনের ৩ নাম্বার পুরাতন সংগঠন। এই সংগঠনের ব্যানারে যারা রেলওয়ের উন্নয়ন বিরোধী কর্মকান্ড করে তাদেরকে অচিরেই তাদের কৃতকর্মের জবাবদিহিতা করতে হবে। বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিভাগ কর্তৃক পাহাড়তলী রেলওয়ে স্টেশন ফ্ল্যাটর্ফমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠন’র কেন্দ্র সহ-সভাপতি দিদার হোসেন এ আহŸান জানান। এতে সভাপতিত্ব করেন পাহাড়তলী রেলওয়ে স্টেশন মাস্টার – ২ আফছার উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোঃ জাফর উল¬াহ মজুমদার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ফকরুল আলম, এস এম এস আর ভি মোঃ আবু হানিফ, মোঃ মাজাহারুল ইসলাম, এস এম এস এল এইচ মোঃ সাইফুদ্দীন, চিনকী আস্তানার এ এস এম মোঃ সামছুজ্জামান বাপ্পি, ষোল শহর স্টেশনের এ এস এম সঞ্চয় চৌধুরী, পাহাড়তলী স্টেশনের পি এস এম আব্দুর সালাম ভূঁইয়া, মোঃ মাঈনুদ্দিন, এস এম ইসহাক, হাজীগঞ্জ স্টেশন মাস্টার মারুফ হোসেন, গুনবতী স্টেশন মাস্টার মোঃ রফিকুল ইসলাম, পাহাড়তলী স্টেশনের ই এস এম মোঃ আবু জাফর মজুমদার, এস এম মোঃ হারুন, সি জি পি ওয়াই আমির হোসাইন, এস এম মোঃ শরীফ ইসলাম, সিটিজির আর এস এম মোঃ সিরাজুল ইসলাম, পাহাড়তলী এ এস এম মোঃ আতিকুল ইসলাম, পি এস এম সিটিজি মোঃ রফিকুল ইসলাম, এ এস এম মোঃ সাইফুল আলম, পাহাড়তলী স্টেশনের সি এস এম কাজী আব্দুর লতিফ প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মোঃ জাফর উল¬াহ মজুমদারের মাতা সেতারা বেগমের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ