কক্সবাজারে পাহাড়ধসে ৪ ভাইবোনসহ ৫ শিশু নিহত

 

- Advertisement -

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাচামিয়ার ঘোনায় একই পরিবারের চার শিশু পাহাড়ধসে নিহত হয়েছে। নিহত চারজন ভাই বোন। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে আরো এক শিশু নিহত হয়েছে।

বাঁচামিয়িার ঘোনায় নিহত চার শিশু হচ্ছে, জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)। এলাকার খোরশেদুল আলম নামে এক ব্যক্তি জানান,বুধবার ভোরে ওই চার শিশুর মা বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ বাড়ির পার্শ্ববর্তী পাহাড় বাড়ির উপর ধসে পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়েও মানুষ ডাকা হয়।
স্থানীয়রা ওই চার শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের ডিএডি আবদুল মালেক এ খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে রামু উপেজলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামে পাহাড়ধসে মোর্শেদ আলম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু একই এলাকার জাকির হোসেনের ছেলে।
কক্সবাজারে গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু মঙ্গলবার দিনে এবং রাত থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এরকম বৃষ্টি হলে আরো পাহাড় ধসের আশংকা করা হচ্ছে। কক্সবাজারের সহকারি আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় শহরে ২২৮ মি.মি বৃষ্টিপাত হয়েছে।

সর্বশেষ