মো.রকিব : চট্টগ্রামের হালিশহর আউটার রিং রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক মারা গেছেন। অনিয়ন্ত্রিত গতি ও সড়কটিতে বাতি না থাকাকে দুর্ঘটনার কারণ হিসেবে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে ফৌজদারহাট টোল রোডের চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. সোহান (২৭)। এদের মধ্যে অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষ করেছেন। তিনি বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টোল রোডে সড়ক বাতি না থাকায় রাতে ঘন অন্ধকার থাকে। অনেকসময় সামনে বা পাশে কোনো গাড়ি আছে কিনা দেখা যায় না। আর অনিয়ন্ত্রিত গতির কারণে দুর্ঘটনাগুলো মারাত্মক হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দৈনিক নাগরিক সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।