নিজস্ব প্রতিবেদক : নগরীর খুলশী থানায় যমুনা টেলিভিশনের রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপার্সন আসাদুজ্জামান লিমন উপর পেশাগত দায়িত্ব পালনকালে সিএমপি’র উত্তর ডিসি আমিরুল ইসলাম কর্তৃক শারীরিক হেনস্থার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
রবিবার চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যুক্ত বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর নেতৃবৃন্দ বলেন,” পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টিভির রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমন কে খুলশী থানার অভ্যন্তরে আটকে রেখে সিএমপি’র ডিসি উত্তর আমিরূল ইসলাম কর্তৃক এই ধরনের নেককারজনক ও পৈশাচিক হামলা মেনে নেওয়া যায় না। এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতাকে সংকুচিত করার ঘৃণ্য প্রক্রিয়া এবং গণমাধ্যমকে ভীতি প্রদর্শন করার অপচেষ্টা। এই হামলা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত গণমাধ্যমের টুটি চেপে ধরার জন্য পুলিশি পোশাক কে কলঙ্কিত করার হীন প্রচেষ্টার সমতুল্য “।