মো.মোক্তার হোসেন বাবু: চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পোল এলাকায় খালের পাশে অবস্থিত মেসার্স সততা ট্রেডার্স প্রতিষ্ঠানের ভারী যানবাহন নিয়মিত চলাচলের কারণে এলাকার রাস্তা ভেঙে গেছে ও বিভিন্ন স্থানে বড় বড় ফাটল এবং রাস্তা পশ্চিম পার্শ্বে দেবে গেছে। এতে চলাচলে নেমেছে দুর্ভোগ, ঝুঁকিতে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মেসার্স সততা ট্রেডার্স এর প্রতিদিন ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের মাধ্যমে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে খালের পাড় ঘেঁষে কাঁচামাল লোড আনলোড করে। এই ভারী যানবাহনের চাপে সদ্য তৈরী রাস্তা ভেঙে গেছে এবং মাটির নিচে থাকা নালা ও ড্রেনেজ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বাসিন্দাদের ক্ষোভ:
এলাকাবাসী বলেন, স্কুল কলেজ পড়ুয়া অনেক শিক্ষার্থীরা এই রাস্তা দিয়েই স্কুলে যাই, বাজারে যাই। এখন রাস্তায় এমন ফাটল পড়েছে যে, যে কোনো মুহুর্থে খালের পশ্চিম অংশ পুরোপুরি ধসে যেতে পারে। সামান্য বৃষ্টিতেই কাদা জমে হাঁটা কষ্টকর হয়ে যায়।”
আরেকজন বাসিন্দা জানান, মেসার্স সততা ট্রেডার্স এর প্রতিষ্টানের মালিক মো.শাহানুর মন্ডলকে বিষয়টি বহুবার জানিয়েছি আপনি খালের পাড় ঘেষে কাচা মাল ভর্তি ভারি ট্রাক এখানে প্রবেশ করাবেন না রাস্তাটি ক্ষতিগ্রস্থ হচ্ছে তারপর তিনি প্রতিনিয়ত ভারি পরিবহন প্রবেশ করায় পুরো রাস্তায় ফাটল ধরেছে “রাস্তাটি মেরামত না করলে কয়েক দিনের মধ্যেই এটি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।”
বড়পোল সংলগ্ন মেসার্স সততা ট্রেডার্স কাচামাল ভর্তি ভারি যানবাহন প্রবেশ করার এমন অভিযোগ সরেজমিনে গিয়ে দেখা যায় খাল ঘেষে কাচা মাল লোড আনলোড করার ফলে রাস্তার পশ্চিম পার্শ্বে ফাটল এবং পুরো দেবে গেছে। উক্ত বিষয়ে মেসার্স সততা ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো.শাহানুর মন্ডলকে প্রিয় সংবাদ’র প্রতিবেদক মোবাইল ফোনে বক্তব্য নিতে কল দিলে তিনি বলেন,আমি রাস্তায় মাল লোড আনলোড করলে কি হবে এখানে আরও অনেকে রাস্তা দখল করে বাঁশ,গাড়ি মেরামত করছে সেগুলো কিছু নয় আপনি শুধু আমার পেছনে লেগেছেন এবং মো.শাহানুর মন্ডল প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন, আপনি চাঁদাবাজ,আপনি কি প্রশাসনের কেউ এখানে কেন আসছেন,আপনি নিউজ করলে করেন আমার বিরুদ্ধে নিউজ করে কেউ কিছু করতে পারবেনা। প্রতিবেদক মো.শাহানুর মন্ডলকে মুঠোফোনে জিজ্ঞেস করেন আপনি যে চাঁদাবাজ বললেন তার কোনো প্রমান দিতে পারবেন তখন তিনি নিশ্চুপ ছিলেন।
প্রশাসনের উদাসীনতা:
স্থানীয়রা আরও অভিযোগ করেন, সততা ট্রেডার্স এর কর্ণধার শাহানুর মন্ডলের বিষয়ে একাধিকবার সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলরের দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই মানুষজন চলাচল করছেন।
প্রশাসনের বক্তব্য:
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক প্রকৌশলী জানান, “আমরা অভিযোগ পেয়েছি। টিম পাঠিয়ে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করা হবে। সততা ট্রেডার্স এর ভারী যানবাহন চলাচল করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, মেসার্স সততা ট্রেডার্স এর কাচামাল ভর্তি কোনো ভারি যানবাহন যেন এই সরু রাস্তায় প্রবেশ না করে। দ্রুত রাস্তাটি সংস্কার করে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিতে হবে, যাতে জনদুর্ভোগ ও বড় ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।




