তৌহিদুর রহমান : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আকতার হোসেন (৩৮)। গতকাল বৃহস্পতিবার ভোরে মিরসরাইয়ের জোরারগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আকতার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার মফিজুর রহমানের ছেলে বলে জানালেন জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ।
সেল ফোনে তিনি বলেন, জোরারগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ছিনতাইকার আকতার হোসেনকে উপজেলার চিনকী আস্তানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মারামারি, মাদক দ্রব্য ও হত্যা চেষ্টা সহ ৭ টি মামলা রয়েছে বলে তিনি জানান।