spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রাম কাস্টমসে ১কোটি ১২ লাখ টাকার প্রসাধনীর চালান আটক

spot_img

 

- Advertisement -

মিথ্যা ঘোষণা দিয়ে দুবাই থেকে আনা ১৫ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের একটি প্রসাধনীর চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের বর্তমান বাজার মূল্য এক কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ জুলাই) চালানটি আটকের পর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ লাখ ৫০ হাজার টাকা আমদানি মূল্য দেখিয়ে আমদানি করা চালানে ৬৭ লাখ ২০ হাজার টাকা সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল।

কাস্টমস সূত্রে জানা গেছে, দুবাই থেকে আনা এসব পণ্যগুলো যুক্তরাজ্যের তৈরি। দশ হাজার ৯০২ কেজি পণ্যের মধ্যে স্যাম্পু, বডি ওয়াশ, লোশন, অলিভ অয়েল, চুলের ক্রিম, পাউডার, পারফিউম, শেভিং জেল, আফটার শেভ, ফেস ওয়াস, পেম্পাসসহ ১৫ ধরনের পণ্য রয়েছে।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন ও রিচার্স (এআইআর) শাখার যুগ্ম কমিশনার নুর উদ্দিন মিলন  জানান, আমদানিকারক ব্যবহৃত পণ্য (ব্যাগেজ) ঘোষণা দিয়ে বিশেষ সুবিধায় পণ্যগুলো চট্টগ্রাম বন্দর থেকে ছাড় নেওয়ার চেষ্টা করেছিল। এতে ৬৭ লাখ ২০ হাজার টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার এক আমদানিকার সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে নিজের ব্যবহারের পণ্য ঘোষণা দিয়ে ২৭ এপ্রিল চালানটি আমদানি করে। পরে এসব পণ্য চট্টগ্রাম কাস্টমস শুল্ক বিভাগের কর্মকর্তাদের সন্দেহ হলে কাস্টমস হেফাজতে রাখা হয়। এরপর বৃহস্পতিবার শতভাগ কায়িক পরিক্ষায় মিথ্যা ঘোষণার বিষয়টি ধরা পড়ে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ