২০ পয়েন্টে যান চলাচল বন্ধ,মিরপুরের গোল চত্বরে বিক্ষোভ, গাড়ি ভাঙচুর

 

- Advertisement -

দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় বিভিন্ন দাবিতে মিরপুর-১০ গোল চত্বরে বিভিন্ন বিভিন্ন কলেজের হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করছে। ফলে এ এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভে অচল হয়ে পড়েছে ঢাকা। রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে বিক্ষুব্ধ ছাত্রদের আন্দোলন। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহন সংকটে পড়েছেন সাধারণ যাত্রীরা।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল ৯টায় ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা রাজপথে অবস্থান নিয়েছে।
এতে ফার্মগেট থেকে শাহবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভিআইপি সড়ক অবরোধ হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিক্ষিপ্ত বিক্ষোভে একইভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে যাত্রাবাড়ী চৌরাস্তা, তাঁতীবাজার, পল্টন, উত্তরার আজমপুর থেকে জসীমউদ্দিন রোড, মিরপুর, শ্যামলী, বিজয় স্বরণি, মোহাম্মদপুরের বেশ কিছু রাস্তা ছাড়াও যাত্রাবাড়ী থেকে উত্তরা পর্যন্ত গুরুত্বপূর্ণ ২০ পয়েন্টে যানচলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ