জাহাঙ্গীর আলম সেজান : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মলদ্বারে লুকানো ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বিমানবন্দর কাস্টম। গতকাল বুধবার শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী থেকে এগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কাস্টম হাউসের সহকারী কমিশনার উত্তম বিশ্বাস জানান, আটক স্বর্ণের দাম ৪৫ লাখ টাকা। তিনি বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার সকাল সাড়ে নয়টার ফ্রাইটে ফটিকছড়ির সুমন দাশ আসেন। তার গতিবিধি সন্দেহজনক হলে কাস্টম হাউসের কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে মলদ্বারে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর সুমন দাশকে আটক করে স্বর্ণের আটটি বার বের করা হয়। যার ওজন ৯৩৬ গ্রাম।