spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায়

spot_img

মো.মুক্তার হোসেন বাবু : সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও ছাত্ররা রাস্তায় নেমে সারাদিন বিক্ষোভ করে। এ সময় তারা বেশ কিছু সিএনজি অটোরিকশা, বাসের লাইসেন্স দেখার জন্য চালকদের সঙ্গে বাগবিতন্ডায় লিপ্ত হন। যার ফলে সড়কে গাড়ি চলাচল একেবারে কমে যায়। অনেক গাড়ি আগের মোড়ে ঘুরিয়ে ঘুরপথে গন্তব্যে যেতে দেখা যায়। বিপুলসংখ্যক পুলিশ ছাত্রদের বুঝিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করতে দেখা গেছে। এ সময় ছাত্ররা নিরাপদ সড়কের দাবিতে সড়কে বিক্ষোভ করছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জিইসি মোড়, গরিবুল্লাহ শাহ মাজার, ওয়াসা এলাকায় কয়েকশ’ ছাত্র মিছিল করে রাস্তায় নেমে আসে। এদিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ায় কয়েকটি স্থানে নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের অবস্থান নেওয়ার খবর পাওয়া গেছে।

- Advertisement -


আন্দোলনরত একজন ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের দাবি নিরাপদ সড়ক। আর কোনো মায়ের বুক খালি হোক তা আমরা চাই না। যদি চালকের লাইসেন্স না থাকে, গাড়ির ডকুমেন্ট ঠিক না থাকে, ফিটনেস না থাকে তবে দুর্ঘটনা ঘটতেই থাকবে। তিনি জানান, বুধবারের বিক্ষোভে স্কুলের শিক্ষার্থী বেশি থাকলেও আজ (গতকাল) বৃহস্পতিবার কলেজের শিক্ষার্থীরাই অংশ নিচ্ছে বেশি। নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা আছেন এ আন্দোলনে। আরেক শিক্ষার্থী বলেন, ছুটি ঘোষণা করেছে সরকার। কিন্তু আমরা তো জানি না। সকালে স্কুলে এসে দেখলাম বন্ধ। এটা কেমন কথা। স্কুল কর্তৃপক্ষ আমাদের অভিভাবকদের মোবাইল ফোনে এসএমএস দিতে পারতো।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ