রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা গোল্ডেন লাইন পরিবহনের বাসটিতে আগুন লাগিয়েছে। ঘটনাটি ঘটে আজ শুক্রবার দুপুরে। বাসচাপায় মারা যাওয়া মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল (৩৫)। তিনি রাজধানীর উত্তর গোরানের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটিতে কোনো যাত্রী ছিল না। মগবাজারে বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেন।
ওই রিকশায় এক নারী যাত্রী ছিলেন। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে সরে যায়। এরপর বাসটি একটি মোটরসাইকেল কে চাপা দেয়। এ সময় বাসটির মোটরসাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায়। মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার পর বাসটি আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বাসটি ঘেরাও করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। পরে পুলিশ এসে বাসটি জব্দ করেছে।