শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন রিজভী

 

- Advertisement -

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গতকাল পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের হামলা এবং সে সংবাদ সংগ্রহকালে মোহনা টিভি’র রিপোর্টার ও ক্যামেরা পারসনের উপর হামলা ও তাদের ক্যামেরা ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি। আজ শুক্রবার সকাল ১১টার দিকে তিনি এক সাংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গতকাল পুলিশ, ছাত্রলীগ-যুবলীগের হামলা চালায়। এসময় সংবাদ সংগ্রহকালে মোহনা টিভির রিপোর্টার মাইনুল হোসেন এবং ক্যামেরাপারসন হাবিবুর রহমান কবিরের ওপর হামলা চালিয়ে আহত করেছে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। এ সময় হামলা করে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
আহত দু’জনই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অনবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এই কোমলমতি শিক্ষার্থিরাও সরকারকে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরো বলেন, গত পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। তারপরও গতকাল শিক্ষার্থীরা মাঠে রয়েছে। কারণ এই কোমলমতি শিক্ষার্থীরাও সরকারকে বিশ্বাস করে না।
রিজভী আরো বলেন, দশের সবচেয়ে বড় সমস্যাটি জনগণের সামনে খুলে ধরার জন্য স্কুল-কলেজ পড়া এই সকল কিশোর-কিশোরীদের আমরা অভিনন্দন জানাই। শিক্ষার্থীরা অপশাসন, দুঃশাসন ও অব্যবস্থাপনার অভিঘাত অভূতপূর্ব আন্দোলনে তুলে ধরতে পেরেছে। গাড়ির বৈধ ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর ইন্সুরেন্সের মতো অতি সাধারণ বিষয়গুলোও সরকার নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজপথে ট্রাফিক অব্যবস্থা, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে যে সততা, নিষ্ঠা ও পরিশ্রম ছাড়া আর কিছু লাগে না, তা এই শিশু-কিশোররা মাত্র দুইদিন কাজ করে তা প্রমান করে দিয়েছে। তারা দেখিয়ে দিয়েছে, সুশাসন ও গণতন্ত্র কায়েম করা গেলে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশকেও ইতিবাচক পথে পরিচালনা করা যাবে। জনমন থেকে হারিয়ে যাওয়া স্বপ্ন তারা পূণঃপ্রবর্তন করেছে। পরিবর্তনের অসীম আশা জাগিয়েছে দেশবাসীর মনে। এটাই অনেক বড় কাজ।

সর্বশেষ