নিরাপদ সড়কের দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াতের, মানববন্ধন

নিরাপদ সড়কের সাথে সাথে জীবন ও রাষ্ট্রের সব দিকে সার্বিক নিরাপত্তা ও সুব্যবস্থার দাবিতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গনে আজ এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ইমাম হায়াত এর দিক নির্দেশনায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জনাব শেখ রায়হান রাহবার।

 মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তাগণ বলেন, জীবনের নিরাপত্তা ও সুষ্ঠ স্বাভাবিক চলাচলের জন্য যেমন নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন তেমনি জীবনের সুস্থ স্বাভাবিক গতি প্রবাহের জন্য জীবন ও রাষ্ট্রের সব দিকে নিরাপদ ও মানবিক সুব্যবস্থা প্রয়োজন।

ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থা ছাড়াও জীবন ব্যবস্থা ও রাষ্ট্র ব্যবস্থার সব দিকে আজ চরম অব্যবস্থা ও বিপর্যয় দেখা দিয়েছে। তাঁরা উল্লেখ করেন, বিভিন্ন প্রকার অপরাজনীতির কুপ্রভাবে সমাজ ও রাষ্ট্রে বিভিন্ন প্রকার উগ্রবাদ-জংগিবাদ-খুন-গুম-লুট-সন্ত্রাস-মাদক-দুর্নীতি-অবিচার-ভেজাল-অপরাধ-হিং¯্রতা-পাশবতা-বর্বরতা-মিথ্যাচার-ধোকা-দারিদ্র-বৈষম্য জীবন ও রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে।

ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বলেন, একমাত্র মানবতার রাজনীতি ও সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থাই সব সংকটের সমাধান ও সব মানুষের অধিকার-স্বাধীনতা-মর্যাদার ভিত্তিতে নিরাপদ-প্রগতিশীল জীবন এবং শান্তিময় সর্বকল্যাণময় রাষ্ট্র ও দুনিয়া গড়ে তোলার পথ।

সর্বশেষ