নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো ইউটিউবের সিলভার প্লে বাটন ক্রেষ্ট অর্জন করে ইউটিউবের স্বীকৃতি পেয়েছে চট্টগ্রামের ব্র্যান্ড বিউটি সেলুন হাবিব তাজকিরাজ। আর এই অর্জনের নেপথ্যে রয়েছে চট্টগ্রমের সফল দুই ইউটিউবার হাবিব তাজকিরাজের ব্যবস্থাপনা পরিচালক কে সামি আহাম্মেদ এবং পরিচালক এম জে কে মহি। হাবিব তাজকিরাজের ইউটিউব চ্যানেলটি একলাখ সাবস্ক্রাইবার পূর্ণ করায় ইউটিউব কর্তৃপক্ষ এই দুই তরুন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট প্রদান করে। শনিবার যুক্তরাষ্ট্রের ইউটিউবের সোসাইটি এওয়ার্ড দপ্তর থেকে হাবিব তাজকিরাজের কাছে ক্রেষ্টটি হস্তান্তর করা হয়। জানা যায়, ২০১৬ সালের ২৪ জানুয়ারী থেকে চট্টগ্রামের হাবিব তাজকিরাজের ইউটিউব চ্যানেলটি যাত্রা শূরু করে। হেয়ার কাট, হেয়ার স্টাইলিং এবং হেয়ার কালার সংক্রান্ত ভিডিও আপলোড করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে হাবিব তাজকিরাজের চ্যানেলটি। সর্বশেষ চলতি বছরের ১৩ মে এই চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ৪২ হাজার। এতে ভিডিও আপলোডের সংখ্যা ১২৬টি এবং এসব ভিডিওর ভিউয়ারস সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজারেরও বেশি। হাবিব তাজকিরাজের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, আমাদের ইউটিউব চ্যানেলটি চট্টগ্রামে প্রথম ইউটিউব থেকে আনুষ্ঠানিকভাবে ক্রেষ্ট ও সনদ লাভের মাধ্যমে স্বীকৃতি লাভ করলো। আর আমাদের এই সাফল্যের নেপথ্যে রয়েছেন আমার দুই সহকর্মি, পার্টনার, বন্ধু সামি আহাম্মেদ এবং এম জে কে মহি। তাদের পরিশ্রম ও সৃষ্টিশীলতার কারনে মাত্র ১২৬টি ভিডিও আপলোড করে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করতে সক্ষম হয়। আমাদের এই অর্জনটি আমরা বড় আয়োজনের মাধ্যমে সেলিব্রেট করবো। হাবিব তাজকিরাজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কে সামি আহাম্মেদ জানান, হেয়ার কাটিং, হেয়ার স্টাইলিং, লাইফ স্টাইল, গার্লস বিউটির ভিডিও কনটেন্ট তৈরি করে আমরাই প্রথম চট্টগ্রামে ইউটিউব থেকে ক্রেস্ট অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা ইউটিউব থেকে ক্রেষ্টটি হাতে পেয়েছি। মার্কিন যুক্তরাষ্টের অবস্থিত ইউটিউবের সোসাইটি এওয়ার্ড দপ্তর থেকে ক্রেষ্টটি আমাদের কাছে পাঠানো হয়েছে। চট্টগ্রামে এটাই প্রথম কোন ইউটিউবারের স্বীকৃতি। আমরা আগামী দিনগুলোতে আরও ভালো ভালো সৃজনশীল কাজ উপহার দিতে চাই। হাবিব তাজকিরাজের পরিচালক ও ক্রিয়েটিভ ভিডিও কনটেন্ট ক্রিয়েটর এম জে কে মহি জানান, হেয়ার স্টাইল বা লাইফ স্টাইলের ভিডিও বানিয়ে ইউটিউব চ্যানেলে সাফল্য ও ক্রেষ্ট পাওয়া আমাদের জন্য এটি বড় অর্জন। আমরা এই সাফল্য ধরে রাখতে আরও নতুন নতুন সৃজনশীল ভিডিও তৈরির উদ্যোগ নিয়েছি। চলতি বছর এই চ্যানেল আরও দ্বিগুন সাবস্ক্রাইবার ও ভিউয়ার অর্জন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মহি।