তৌহিদুর রহমান : মিয়ানমার থেকে চোরাইপথে আনা ১০টি সোনার বারসহ একজনকে গ্রেফতার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তি হলেন মোবাশ্বের হায়াত (৪০)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জামতলী ক্যাম্প এলাকার মৃত রহিম বক্সের ছেলে। গত শুক্রবার গভীর রাতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট বিআইডব্লিউটিএ অফিস সংলগ্ন নিশাত টেলিকমের সামনে থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান বলেন, মোবাশ্বের সোনার বারগুলো মিয়ানমার থেকে চোরাইপথে আনা বলে স্বীকার করেছে। চাচাত ভাই মো. এনামের মাধ্যমে সে এসব সোনার বার চট্টগ্রামে বিক্রির জন্য নিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এনামের বাড়িও কক্সবাজারের উখিয়ায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।