spot_imgspot_img
spot_imgspot_img

চট্টগ্রামে ১১ জন নির্যাতিত শিশু উদ্ধার পাচারকারী চক্রের সদস্য গ্রেফতার

spot_img

মো.মুক্তার হোসেন বাবু : চট্টগ্রামে ১১ জন নির্যাতিত শিশুকে উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা। এ সময় শিশু পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই শিশু পাচারকারী হলেন কামাল উদ্দিন (২৫)। এ সময় বেশকিছু ইয়াবা টেবলেটও উদ্ধার করার কথা র‌্যাব জানান। জেলার রাগুনিয়া থানাধীন শান্তির হাট বাজারের একটি ঘর থেকে গত শুক্রবার রাতে এদের উদ্ধার করা হয়।

- Advertisement -


র‌্যাব জানায়, শিশু আটকে রেখে নির্যাতন প্রসঙ্গে টঙ্গীর গাজীপুরের জনৈক মোঃ আব্দুর রহিম (৫৫) গত শুক্রবার র‌্যাব-৭ এ একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ রহিমের ছেলে ভিকটিম মোঃ ইয়ামিন (১৫) সহ আরো অনেকগুলো ছেলেকে রাঙ্গুনিয়া থানার শান্তির হাট একটি হোটেলে আটক রাখা হয়েছে বলে উল্লেখ করেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মিমতানুর রহমান, পিপিএম এর নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার রাতে শান্তির হাট বাজারের একটি ঘরে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুরা হল মোঃ ইয়ামিন (১৫), মোঃ ওমর ফারুক (১৭), মোঃ সৌরভ (১৪), মোঃ অনিক (১৫), মোঃ আরাফাত (১৪), মোঃ রাসেল (১৬), মোঃ সুজান (১৫), মোঃ মারুফ (১২), মোঃ আব্দুল হাই (১৬), মোঃ শাহীন (১২) ও মোঃ সাব্বির হোসেন (১০) । এদের সকলের বাড়ি কুমিল্লা ও নোয়াখালীতে।
র‌্যাব-৭ এর সিনিয়র এএসপি মিমতানুর রহমান বলেন, এসব নির্যাতিত শিশুদের আমরা উদ্ধার করতে সক্ষম হই। এ সময় মোঃ কামাল উদ্দিন(২৫) নামে শিশু নির্যাতন কারীদের ১ জন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় কামালের দেহ তল¬াশী করে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ঘর তল¬াশী করে ২ টি চাবুক ও ১০ টি কন্ডমের প্যাকেট উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত কামালকে জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি শিশু পাচারকারী চক্র রয়েছে যারা বিভিন্ন কৌশলে ঘর থেকে পালিয়ে আসা ও রেলস্টেশন,বাসস্টেশনসহ বিভিন্ন যায়াগার ঘুরতে থাকা অসহায় শিশুদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন যায়গায় বিক্রি করে দেয়। সে ঐ চক্রের একজন সক্রিয় সদস্য।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ