চট্টগ্রামে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ছাত্রলীগ নেতার মামলা

 

- Advertisement -

নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে যুক্ত হওয়ার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথপোকথনের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ শনিবার রাতে তাঁর (অামীর খসরু) বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাত ১১টার দিকে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে সিএমপির কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা নং-১৯ তাং ০৪ তাং ০৪/০৮/২০১৮ ইং। ধারা -৫৭/২, ১৫/৩। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে আমীর খসরু মাহমুদ সাহেবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় অভিযোগ আনা হয়েছে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের চেষ্টার। তাই তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা করা হয়।

সর্বশেষ