আলোকচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে : ডিএমপি

 

- Advertisement -

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা আলোকচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রোববার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অজ্ঞাতরা ধানমন্ডির বাসা থেকে তাকে গাড়িতে করে তুলে নিয়ে যায়। শহিদুলের পরিবারের লোকজন ও সহকর্মীরা এই তথ্য জানিয়েছেন।

ঘটনার পর থানায় গিয়েও তার কোনও খোঁজ মিলেনি বলেও জানায় পরিবারে সদস্যরা। পরে সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল আলমকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

তুলে নেয়ার বিষয়ে শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই। তখন দাড়োয়ানরা আমাদের জানায়, ১২-১৩টা গাড়িতে আসা ৩০-৩৫ জন লোক শহিদুল ভাইকে নিয়ে গেছে। এসময় তারা বাড়ির সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।

তিনি আরও বলেন, আমরা এ ব্যাপারে ধানমন্ডি থানায় অভিযোগ করেছি। দাড়োয়ানদের কাছ থেকে পাওয়া একটি গাড়ির নাম্বার আমরা এজাহারে দিয়েছি। সেসময় বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছিলেন ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মহিদুল ইসলাম।

সর্বশেষ