রামপুরায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

 

- Advertisement -

রাজধানীর রামপুরায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে রামপুরা ব্রিজ এলাকায় বেশ কয়েকবার থেমে থেমে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ইস্ট-ওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা সড়কে জড়ো হয়ে মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। কিন্তু পুলিশি বাধা পেরিয়ে ছাত্ররা মিছিল করার চেষ্টা করলে তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

এরপর যোগ দেয় স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তারা ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর রামপুরা, মেরুল, বাড্ডাসহ আশপাশের এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সর্বশেষ