- Advertisement -
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত এপি সাংবাদিক এম এ আহাতকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার, ৮ আগস্ট, সন্ধায় রাজধানীর ইউনাইটেট হাসপাতালে তাকে দেখতে যান মির্জা ফখরুল। এসময় তিনি এম এ আহাতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
মির্জা ফখরুলের সাথে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাত হোসেন আজাদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী।
এর আগে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।