spot_imgspot_img
spot_imgspot_img

চসিক মেয়রের সাথে মত বিনিময় সিআরএফ কার্যকরী কমিটি

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আজম নাসির উদ্দিনের সাথে মত বিণিময় করেছেন চট্টগ্রাম রিপোর্টাস ফোরাম কার্যকরী কমিটির সদস্যরা। আজ ৯/৮/১৮ ইং বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চসিক কার্যালয়ে মত বিণিময়কালে সিটি মেয়র চট্টগ্রাম রিপোটার্স ফোরামকে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। আলাপকালে সিটি মেয়র বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতা আরো গতিশীল করার উপর গুরুত্বারোপ করেন। এই সময় সিটি মেয়রকে সিআরএফ এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সিআরএফ কার্যকরী কমিটির সভাপতি কাজী আবুল মনসুরের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে সংগঠনের সহ-সভাপতি ও তারা টিভি এবং দৈনিক সংবাদের ব্যুরো প্রধান নিরুপম দাশগুপ্ত, সাধারণ সম্পাদক আলীউর রহমান, যুগ্ম সম্পাদক গোলাম মওলা মুরাদ, সাংগঠণিক সম্পাদক দৈনিক পূর্বদেশ এর স্টাফ রিপোর্টার ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক ইনকিলাবের সিনিয়র স্টাফ রিপোর্টার আইয়ুব আলী, সমাজ কল্যাণ সম্পাদক দীপ্ত টিভির ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সুপ্রভাতের স্টাফ রিপোর্টার আজিজুল কদির, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার আবুল হাসনাত, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সামশুল হুদা মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ