নিজস্ব প্রতিবেদক: নগরের খুলশী থানার ঝাউতলা এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে তিন তরুণের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
- Advertisement -
নিহতরা হলেন, ইমরান হোসেন ইমু (২৯), মো. রুবেল প্রকাশ ড্যানিস (২০) এবং মো. সিফাত (১৫)। এদের মধ্যে ইমু ও ড্যানিস সহোদর ভাই।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, বিকেলে খেলার মাঠে বল খেলতে গেলে একটি বল সেপটিক ট্যাংকটিতে পড়ে যায়। বলটিতে খুঁজতে গিয়ে সিফাত নামে একটি শিশু ট্যাংকটিতে পড়ে যায়। তাকে ড্যানিস নামে একজন বাঁচাতে গেলেও তিনিও পড়ে যায়। পরে ড্যানিসের ভাই তাদেরকে তুলতে গেলেও তিনিও পড়ে অজ্ঞান হয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।