নিজস্ব প্রতিবেদক : ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান। শনিবার বেলা ১১টায় বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা জানান। কামরান বলেন, নির্বাচনে কোনো অনিয়ম হচ্ছেনা। কোনো প্রকার সংঘর্ষ নেই। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের রায় দিচ্ছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হলেও গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ গ্রহণ স্থগিত রাখা হয়। ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড-৭ এর ১৪টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে আজ।