- Advertisement -
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ নাসির ওরফে মামুন (৩৫)।শনিবার ভোরে দুধকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশের দাবি, নাসির তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ১৮টি মামলা রয়েছে।
আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, নাসিরকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। শুক্রবার নাসির এলাকায় আসলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শনিবার ভোরে তাকে নিয়ে অভিযানে গেলে নাসিরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে তার লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় দু’জন পুলিশ সদস্য আহত হয়েছেন।