আমীর খসরু মাহমুদ চৌধুরীকে দুদকে তলব

 

- Advertisement -

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা আমীর খসরুকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের স্বাক্ষরিত এক নোটিসে আগামী ২৮শে অগস্ট বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, সাবেক এই বাণিজ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে মুদ্রা পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। দুদকের ওই চিঠিতে অভিযোগের বরাতে জানা যায়, আমীর খসরু নামে-বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। বন্দর নগরীর চকবাজার থানার মেহেদীবাগের বাসায় ঠিকানায় এ নোটিস পাঠানো হয়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।।

সর্বশেষ