spot_imgspot_img
spot_imgspot_img

গাইবান্ধা বাস চাপায় সিএনজি চালকসহ নিহত ৩

spot_img

 

- Advertisement -

গাইবান্ধার পলাশবাড়ীতে আজ বিকেল ৫টার দিকে বাস চাপায় সিএনজি চালকসহ ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন এন্টারপ্রাইজের একটি বাস উপজেলার মহেশপুর নামক স্থানে পৌঁছালে ধাপেরহাট থেকে পলাশবাড়ী উদ্দেশ্যে ছেড়ে আসা একটি সিএনজিকে ওভারটেক করার সময় সামনে থাকা সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৩ জন নিহত হন। এ ঘটনায় সিএনজিতে থাকা অপর ২জন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাস চালক পলাশবাড়ী উপজেলা সদরে এসে বাস থেকে নেমে পালিয়ে যান। পুলিশ বাসটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজাবাউল হোসেন, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শনসহ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ