spot_imgspot_img
spot_imgspot_img

পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বিমানের প্রথম শ্রেণিতে আরোহণে নিষেধাজ্ঞা

spot_img

 

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের জন্য প্রথম শ্রেণিতে বিমান আরোহণ নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী ইমরান খানের নতুন মন্ত্রীসভা। নির্বাচন পূর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে দেশের প্রথম শ্রেণীর শীর্ষ কর্মকর্তাদের জন্য বিমানের প্রথম শ্রেণিতে সফর নিষিদ্ধ করা হয়। এর আওতায় থাকবেন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার, মুখ্যমন্ত্রীরাও। এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভার দ্বিতীয় বেঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ইমরান খান।
এমন সিদ্ধান্ত নেয়ার কারণ কি? এর একটি কারণ হিসেবে বলা হয়েছে, পাকিস্তান থেকে যেসব ফ্লাইট পরিচালনা করা হয় তাতে প্রথম শ্রেণির কোনো ক্যাটাগরি নেই। অন্যদিকে বিদেশী এয়ারলাইন্সগুলোর এ শ্রেণির বিমানভাড়া বিজনেস ক্লাস বা ক্লাব ক্লাসের তুলনায় তিনশত গুন বেশি। এ কারণে নিজের স্পেশাল বিমান ব্যবহারের পরিবর্তে ইমরান খান যখন বিদেশ সফরে যাবেন তখন তিনি বিজনেস ক্লাসের টিকেট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার যে বিশেষ বিমানটি আছে সেটি দেশের ভিতরে চলাচলের জন্য ব্যবহার করবেন তিনি। এ ছাড়া মন্ত্রীপরিষদের ওই বৈঠকে সরকারি অফিস বর্তমানের ৫ দিনের পরিবর্তে ৬ দিন খোলা রাখার বিষয়ে প্রস্তাব ওঠে। প্রাথমিকভাবে উৎপাদনশীলতা বা অগ্রগতিকে সমৃদ্ধ করার জন্য এ প্রস্তাব উত্থাপন করা হয়। তবে এ প্রস্তাব তখনই প্রত্যাখ্যান করা হয়েছে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ