খালেদাকে জেলে রেখে আওয়ামী লীগের নির্বাচনের স্বপ্ন ভেস্তে যাবে:বরকত উল্যাহ বুলু

 

- Advertisement -

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্বাহী প্রধান রেখে এ দেশে একাদশ সংসদ নির্বাচন হবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনের স্বপ্ন আওয়ামী লীগের ভেস্তে যাবে। আগামী সংসদ নির্বাচনে বিএনপি এক তৃতীয়াংশ ভোট পেয়ে খালেদা জিয়া ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী হবে। বিএনপি আন্দোলনে সফল হচ্ছে না কেন তা আওয়ামী লীগ জানে। আমাদের বিদেশের সঙ্গে বন্ধুত্ব আছে তাদের আছে প্রভু। বিনা ভোটে অবৈধ সরকার পার্লামেন্টে দাঁড়িয়ে কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের দাবি মানার ঘোষণা দিয়ে পরে আবার বেঈমানি করেছে।
শিশু কিশোরদের নিরাপদ সড়ক আন্দোলনে সমর্থন দিয়ে পরে আবার দমন পীড়নের আশ্রয় নিয়েছে। খালেদা জিয়া মুক্ত হয়ে সারা দেশের মার্চ করার সঙ্গে হ্যামিলয়নের বংশী বাদকের মতো মানুষ রাস্তাায় বের হয়ে আসবে। গতকাল নোয়াখালীর নাটেশ্বর গ্রামে নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনীর পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ