spot_imgspot_img
spot_imgspot_img

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

spot_img

আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি‘র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিভিন্ন কর্মসুচি ঘোষণা করে দলটি।

- Advertisement -

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে,১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১ টায় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্প অর্পণ।বিকাল ৩ টায় সোহরাওয়ার্দী উদ্যান/নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে জনসভা। ২ সেপ্টেম্বর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স (রমনা) বিএনপি‘র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। আলোচনা সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ ও বরেণ্য বুদ্ধিজীবীবৃন্দ আলোচনা করবেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে। অনুরুপভাবে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নির্দেশ প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় সিনিয়র যুগ্ম মহসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ