গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী বাসের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পলাশবাড়ী উপজেলার মহদিপুর ইউনিয়নের রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা থেকে ঢাকাগামী দরবার পরিবহনের বাসটি পলাশবাড়ীর রাইস মিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হাবিবা হাকিম ফুড নামে একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া এ ঘটনায় আরও ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খাদে পড়া বাসটি উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।