- Advertisement -
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সামনের দিনে সরকার পতন আন্দোলনের একটি সুনামি আসবে। সেই সুনামিতে ইভিএমসহ সরকার ভেসে যাবে। বিএনপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এই আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে ক্ষমতায় এসেছে তাদেরও বিশ্বাস করতে পারছে না। তাই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে ইভিএমের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু সামনের দিনে আন্দোলনের যে সুনামি আসবে তাতে ইভিএমসহ আওয়ামী লীগ সরকার ভেসে যাবে।
তিনি আরো বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারের পতন ঘটানোর জন্য। তাই ষড়যন্ত্র বন্ধ করে বাংলাদেশের মালিকানা দেশের মালিক জনগণের কাছে ফিরিয়ে দিন।