spot_imgspot_img
spot_imgspot_img

সংলাপের কথা বলিনি, রাজনীতি কারো ক্ষমার ওপর নির্ভর করে না

spot_img

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি নাকোচ করে প্রধানমন্ত্রী বলেছেন, আমার আর কোনো ইচ্ছাই নাই তাদের সঙ্গে বসার। যখন ইচ্ছে ছিল তখন খালেদা জিয়ার বাসায় গিয়েছি। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আমরা তো সংলাপের কথা বলিনি। সংলাপ আমাদের কোনো ইস্যু নয়। সংলাপ তাদের দরকার। সংলাপ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
‘খালেদা জিয়ার মুক্তি আদালত অথবা রাষ্ট্রপতির ক্ষমার ওপর নির্ভর করছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতি কি তাহলে কারো ক্ষমার ওপর নির্ভর করছে? প্রধানমন্ত্রীর কথায় তাইতো মনে হচ্ছে। রাজনীতি কারো ক্ষমার ওপর নির্ভর করে না।
রোববার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই মন্তব্য করেন।
আমির খসরু বলেন, বিএনপি ও তার চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনীতি জনগণকে নিয়ে। তিনি জনগণের জন্য রাজনীতি করেন। আর গণতন্ত্রে রাজনীতিই হলো জনগণকে নিয়ে।

spot_imgspot_img
spot_imgspot_img

সর্বশেষ