- Advertisement -
একাত্তরের জননী’ খ্যাত লেখিকা রমা চৌধুরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রমা চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) আছেন।
রবিবার (০২ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টারদিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
কোমরের আঘাত, গলব্লাডার স্টোন, ডায়াবেটিস, অ্যাজমাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের ১৫ জানুয়ারি রমা চৌধুরী ভর্তি হন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।